বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২তম ধারা অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এই আইনকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে উচ্চ আদালতে (নং–২৭৩০/২০১৩) রিট করা হয়েছিল। আজ (১২ ফেব্রুয়ারি) এ রিটের অসমাপ্ত শুনানির তারিখ ধার্য করা হলেও অর্ধদিবস কোর্টের কার্যক্রম বন্ধ থাকায় শুনানি হয়নি। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি।
উল্লেখ্য যে, ২০১৩ সালের ৩০ এপ্রিল এই রিটের প্রথম শুনানি হয়, তারপর থেকে এক অদৃশ্য কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রিটটি এ পর্যন্ত আদালতে ৮৯ বার কজ লিস্টে আসার পরও শুনানি হয়নি।এ মামলার নিষ্পত্তি না হওয়াও বিশেষ করে প্রান্তিক অঞ্চলের জন সাধারণের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামলার নিষ্পত্তি না হওয়াও অনেক ভূয়া চিকিৎসক, ডিএমএফ ডিগ্রিধারী বা স্যাকমোরা নামের পূর্বে ডা. ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে রোগীদের প্রতারণা করছেন বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইন বিশেষজ্ঞ।
প্ল্যাটফর্ম/