সোমবারদিন সকালে একটি হত্যমামলার পোষ্টমার্টেম রিপোর্টকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত।
তথ্য অনুসন্ধানে জানা যায়, একটি হত্যা মামলায় দোষীকে বাচাতে পোষ্টমার্টেম রিপোর্টে মিথ্যা তথ্য দিতে প্রভাবিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ‘মিলন’।
উপজেলা সাস্থ্য কম্পলেক্সে দায়ীত্তরত মেডিকেল অফিসার অবৈধ এ কাজে রাজী না হওয়ায় তাকে হত্যার সরাসরি হুমকি দেওয়া হয়।
কিশোরগঞ্জ,করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের মেডিকেল অফিসার ডা:পারভেজ জানায় আজ সকাল ৯:৩০ এ করীমগঞ্জের জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ‘মিলন’ পোস্টমর্টেম রিপোর্টে মিথ্যা তথ্য না দিলে, তাকে মোবাইলে সরাসরি হত্যার হুমকি দেয়।
তিনি আরোও জানায় “আমি পোষ্টমার্টেম রিপোর্ট জমা দিয়েছি, যা সত্য পেয়েছি তা ই দিয়েছি কোনো অপরাধ করি নি।
এ হুমকির বিষয়ে UH&FPO স্যারকে অবগত করা হয়েছে,আমাকে তারা থানায় সাধারণ ডায়রী করে রাখতে বলেছেন।সিভিল সার্জন স্যার ভিডিও কনফারেন্সে থাকায় তাতক্ষনাত কিছু বলতে পারেন নাই,তবে কিছুক্ষণের মধ্যেই যানাবে।
এ মুহুর্তে আমি ভীষন নিরাপত্তাহীনতায় ভুগছি।”