প্ল্যাটফর্ম নিউজ, ৩ মে ২০২০, রবিবার
রাত তিনটায় অপারেশন থিয়েটারে চলছে জরুরি অপারেশন। এ সময়ের একটি ছবি ফেসবুকে প্রকাশ হলে, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হালিম খান মন্তব্য করেন, “আমরা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা, আর আপনারা এ কালের সাহসী বীর সেনানী।”
এই কথার প্রতিউত্তর আসে, “আপনাদের সাথে কোনকিছুরই তুলনা হয়না। সশ্রদ্ধ সালাম।”
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হালিম খান ১৯৭৩ সাল থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ পুলিশে অফিসার (এ এস পি) হিসেবে কর্মরত ছিলেন। ১১ বছর জাতিসংঘের হয়ে কাজ করেছেন। তিনি এখন এডভোকেট হিসেবে ঢাকা সুপ্রিম কোর্টে কাজ করেছেন।
ডাক্তাররা দিন-রাত কাজ করছেন। নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত ও সাসপেক্টেড রোগীদের চিকিৎসা দিচ্ছেন। সুরক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য প্রশাসন নিয়ে অনেক প্রশ্ন আছে। এরই মাঝে সাহস করে ভীষণ সংক্রামক এই রোগের রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী। অনেক সময় যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। সমাজে দেখা যাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। কেউ ঘরছাড়া হচ্ছেন, কারো বাড়িতে ঢিল পড়ছে। সহসা এই বিড়ম্বনা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা কম। চিকিৎসায় নিয়োজিতদের স্বীকৃতি ও সম্বোধনে গণমাধ্যমে আজও কোথায় যেন একটা কুন্ঠা রয়ে গেল।
এরই মাঝে গভীর রাত পর্যন্ত ঝুঁকি নিয়ে অপারেশন করা চিকিৎসকদের একটি ছবিতে একাত্তরের বীর মুক্তিযোদ্ধার এমন মন্তব্য, অকুন্ঠ ঘোষণার মতোই শোনায়।
অন্যেরা যতই দ্বিধায় থাকুক, মহান স্বাধীনতা যুদ্ধের বীর যোদ্ধার এই দ্ব্যর্থহীন স্বীকৃতি চিকিৎসকদের উজ্জীবিত করবে নিঃসন্দেহে।
নিজস্ব প্রতিবেদক