প্ল্যাটফর্ম নিউজ,
সোমবার, ২০ এপ্রিল, ২০২০
আমেরিকার The National Institute of Occupational Safety and Health (NIOSH) রেসপিরেটর ব্যবহারের জন্য রেটিং করে থাকে। তারা তিন ধরনের রেটিং করে-
1) N series: N represents “Not resistant to oil”. অতৈলাক্ত কণা পরিশোধন করে।
2) R series: R represents “Resistant to oil”. তৈলাক্ত এবং অতৈলাক্ত দু ধরনের কণাই পরিশোধন করতে পারে।
3) P series: P represents “oil Proof”. এটিও দু ধরনের কণাই পরিশোধন করতে পারে।
করোনা ভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজন N series কারণ অধিকাংশ N সিরিজকে তাদের কার্যক্ষমতা অনুযায়ী আবার তিন ভাগে ভাগ করেছে:
N95– কমপক্ষে ৯৫ শতাংশ
N99– কমপক্ষে ৯৯ শতাংশ
N100– কমপক্ষে ৯৯.৯৭ শতাংশ বায়ুবাহিত কণা পরিশোধন করতে পারে।
অবশ্যই N99 এবং N100 রেসপিরেটর N95 থেকে বেশি নিরাপত্তা দেয়, কিন্তু সেগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং কম বাতাস প্রবাহের কারণে বেশি সময় ব্যবহারে স্বাচ্ছন্দ্যদায়ক নয়। তাই সব দিক বিবেচনায় N95 আদর্শ।
Exhalation valve যুক্ত N95: কিছু কিছু মডেলের N95 মাস্কে একটি অতিরিক্ত ডিভাইস দেখা যায়। অনেকে এটাকে ফিল্টার বলে মনে করে, আসলে এর নাম এক্সহ্যালেশন ভালভ। এটা কোন ফিল্টার নয় বরং একমুখী ভালভ যা বাইরের বাতাসকে ভিতরে ঢুকতে দেয় না কিন্তু শ্বাস ছাড়ার সময় এই ডিভাইস দিয়ে বাতাস সহজেই বাইরে আসতে পারে।
সুবিধা:
– নিঃশ্বাস ছাড়তে সুবিধা হয়।
– মাস্ক এর ভিতরে আদ্রতা জমে না।
অসুবিধা:
নিঃশ্বাস বাইরে অপরিশোধিত অবস্থায় বের হয়ে আসে তাই
– ব্যবহারকারী অসুস্থ হলে জীবাণু মাস্কের বাইরে বের হয়ে আসতে পারে।
– জীবাণুমুক্ত পরিবেশে ব্যবহার করলে (যেমন সার্জারি/ প্রসিডিউর) পরিবেশের কার্যক্ষমতা নষ্ট হতে পারে।
– বারবার ব্যবহারে ভালভের ক্ষমতা কমে যেতে/ নষ্ট হতে পারে (ধারণাতীত, প্রমাণিত নয়)।
‘স্ট্যান্ডার্ড N95 রেস্পিরেটর’ বনাম ‘সার্জিকাল N95 রেস্পিরেটর’
সকল আসল N95 রেসপিরেটর NIOSH সার্টিফাইড। এদের মাঝে কিছু মডেল (3M 1860/1870+ etc) কে বিশেষ তরল প্রতিরোধী (উচ্চ গতি সম্পন্ন বা ফিনকি ছোটা বা ছড়িয়ে পড়া রক্ত বা দেহরস) এর কারণে FDA সার্জিক্যাল মাস্ক হিসেবেও এপ্রুভাল দিয়েছে।
এগুলি সার্জারি এবং অন্য সময়ে ব্যবহৃত হবে তখনই যখন নিম্নোক্ত শর্ত পূরন করে:
১)পরিধানকারীর শ্বাসতন্ত্রের নিরাপত্তা প্রয়োজন।
২) নির্গত কণা ও তরল প্রতিরোধ প্রয়োজন।
নোট:
১) এসকল ক্ষেত্রে স্ট্যান্ডার্ড N95 রেস্পিরেটর (এক্সহ্যালেশন ভালভ ব্যতীত) এর উপরে সার্জিক্যাল মাস্ক এবং ফেইস শিল্ড ব্যবহার করতে পারেন।
২) উপরের বিশেষ কিছু অবস্থা ছাড়া অন্য সকল ক্ষেত্রে Standard N95 (যেকোন মডেল) ব্যবহার করতে পারবেন।
3M brand N95 মাস্ক আসল না নকল কি করে বুঝবেন:
N95 মাস্ক বলতে আসলে 3M ব্র্যান্ডের মাস্ক কেই বোঝায়। আসল N95 কিনতে চাইলে 3M ব্যতীত অন্য কোন ব্র্যান্ডের কথা চিন্তাও করবেন না।
১) প্রথমে বিক্রেতাকে বলুন মাস্ক এবং প্যাকেজের অরিজিনাল ছবি এবং ভিডিও পাঠাতে। ওয়েবসাইট থেকে সংগ্রহ করা ছবির ব্যাপারে সাবধান থাকবেন।
২) আপনার মাস্কটির Country of origin বের করুন। প্যাকেজ/মাস্কে চাইনিজ লেখা থাকলে তা 3M এর চাইনিজ ফ্যাক্টরিতে তৈরি।
(প্যাকেজ/মাস্কে চাইনিজ লেখা থাকলেই প্রোডাক্টটি নকল নয়। 3M তাদের চায়না ফ্যাক্টরিতে বেশ কিছু স্পেশাল মডেলের N95 তৈরি করে। এই মডেল গুলো আপনি 3M এর USA ওয়েবসাইটে খুঁজে পাবেন না, চায়নিজ সাইটেই খুজতে হবে। USA থেকে মাস্ক রপ্তানি বর্তমানে নিষিদ্ধ)
৩) Country of origin অনুযায়ী নিচের ওয়েবসাইট থেকে আপনার মডেলের মাস্কটি খুঁজে বের করুন। লিস্ট এ প্রোডাক্ট না পেলে ওয়েবসাইটে সার্চ করে দেখুন। ওয়েবসাইট এর ঠিকানা নিচে দেয়া হল-
For 3M models in China-
https://www.3m.com.cn/3M/zh_CN/company-cn/all-3m-products/~/%E6%89%80%E6%9C%89-3M-%E4%BA%A7%E5%93%81/?N=5002385+8711017+3294857493&Ntt=N95&rt=rs
For 3M models in USA-
https://www.3m.com/3M/en_US/company-us/all-3m-products/~/All-3M-Products/?N=5002385+8711017+3294857497&Ntt=N95&rt=rs
৪) ওয়েবসাইটে দেয়া আপনার মডেলের ছবির সাথে সেলারের দেয়া ছবি মিলিয়ে দেখুন।
৫) প্রোডাক্টের ছবিতে ভালোভাবে লক্ষ্য করুন। কোন রকমের অসঙ্গতি, বানান ভুল, মাস্কের অসমতল জায়গায় লেখা/কালি না ওঠা, ঝাপসা/মলিন লেখা থাকলে কিনবেন না। অরিজিনাল মাস্ক এর লেখাগুলো লেজার প্রিন্টেড তাই পরিষ্কার। কোন জায়গাতে লেখা বা কালি মিসিং থাকবে না।
৬) প্যাকেটের গায়ে সিকিউরিটি স্ট্রিপ আছে কিনা চেক করুন। স্ট্রিপ থাকলে তা রঙ বদলায় কিনা লক্ষ্য রাখবেন।
(সিকিউরিটি স্ট্রিপ না থাকলেই তা নকল নয়। 3M এর পুরানো প্রোডাক্টগুলো তে স্ট্রিপ ছিল না। অতিরিক্ত চাহিদার জন্য ব্যাপকহারে নকল হতে থাকলে পরবর্তীতে কিছু প্রোডাক্ট প্যাকেজে সিকিউরিটি স্ট্রিপ যোগ করা হয়েছে)
৭) ব্যাপকভাবে নকল হওয়ার কারণে 3M এখন তাদের কিছু প্রোডাক্ট ওয়েব ভেরিফিকেশনের ব্যবস্থা করেছে। 8210 মডেলের প্রোডাক্ট প্যাকেজ এর নিচ থেকে Secure code এবং Lot no নিচের ওয়েবসাইটে এন্ট্রি করিয়ে ভেরিফাই করতে পারেন।
https://safeguard.3m.com/Guest#/Validation/
পরিশেষে, N95 মাস্ক বিভিন্ন সাইজ এবং মডেলের হয়ে থাকে। একেকজনের মুখের গঠন একেকরকম, তাই সব মাস্ক সবার মুখে ফিট হবে না। যদি না হয় তাহলে সে সিল করতে পারবে না। সিল করতে না পারলে এই N95 মাস্ক এর সম্পূর্ণ নিরাপত্তা পাওয়া যাবে না। তাই মাস্ক আসল হবার সাথে সাথে-
১) মাস্ক পারফেক্ট ফিট হতে হবে
২) প্রতিবার মাস্ক পড়ার পরে ‘user self seal check’ করতে হবে।
মূল লেখক: ডা. আসিফ হায়দার
অনুলিখন: ডা. নাহিদা হিরা