আমি হেপাটাইটিস-সি রোগ হতে আরোগ্য লাভ করেছি শুধুমাত্র বাংলাদেশি ওষুধ সেবন করেই!
জো শারাম হেপাটাইটিস-সি রোগ হতে আরোগ্য লাভ করেছিলেন বাংলাদেশি ওষুধ খেয়েই।
মজার ব্যাপার হল, ওষুধগুলো তিনি অনলাইনে অর্ডার করে বাংলাদেশ থেকে আনিয়েছিলেন।
ডারভোনি নামের এই ট্যাবলেট জাতীয় ঔষধটি সাধারণত ইংল্যান্ডের এনএইচএস (হারভোনি নামে) তৈরি করে থাকে। শুধুমাত্র গুরুতর অসুস্থ রোগীদের জন্য বরাদ্দ থাকায় এই ওষুধটি ইংল্যান্ডে একমাত্র ন্যাশনাল হেলথ সার্ভিসই (NHS) প্রস্তুত এবং বিপনন করে থাকে। কিন্তু সেখানে ওষুধটি বেশ চড়া দামে বিক্রি করা হয়।
আর বাংলাদেশে সেই তুলনায় ওষুধটি বেশ সস্তা। ইন্টারনেট ঘাটতে গিয়ে তিনি বেশ সস্তা দামে ওষুধটি বাংলাদেশে পেয়ে যান এবং অর্ডার করেন অনলাইনে।
জীবনের বেশ ঝুঁকি নিয়ে তিনি ওষুধটি সেবন করা শুরু করেন। ফলাফলে তিনি এখন পুরোপুরি হেপাটাইটিস-সি মুক্ত।
তিনি বিবিসির ভিক্টরিয়া ডার্বিশায়ার প্রোগ্রামে বলেছিলেন, ঝুঁকি থাকার সত্ত্বেও আমি এমনটি করেছিলাম। কেননা, আমার কাছে নিজের জীবনটাই আগে!
জো শারাম এর বক্তব্যটি শুনতে , নিচের ভিডিও লিংকে ক্লিক করুনঃ
https://www.youtube.com/watch?v=TkDoSkr2A8U&t=3s
তথ্য ঃ নিজস্ব প্রতিনিধি
অনুবাদে সাহায্য করেছেন ঃ ডা. হুমায়ুন কবির, ঢাকা মেডিকেল কলেজ