প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০
ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজী বিভাগের একজন ডাক্তার ও ৪ জন নার্সের কোভিড-১৯ পজেটিভ।
হাসপাতালের চিফ অফ কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডা. সেগুফা আনোয়ার গণমাধ্যমে ৫ জন আক্রান্তের কথা প্রকাশ করেন৷ তিনি আরো বলেন, “ওই ডাক্তারের করোনা পজেটিভ আসার পর তার পরিবারের সবাইকে এনে আমরা টেস্ট করিয়েছি। সবার নেগেটিভ এসেছে। আমরা এটা দায়িত্ব মনে করি। আমাদের স্টাফদের কারও হলে তার সমস্ত ফ্যামিলি মেম্বারকে আমরা এনে টেস্ট করি। সেই স্টাফকে বাসায় রাখি। প্রতিদিন তার বাড়িতে রান্না করা খাবার পাঠাই, শুকনো খাবার পাঠাই, আমাদের সব বিভাগেই কাজ চলছে। কোভিডের জন্য অন্য সেবা দেওয়া তো বন্ধ করা যাবে না। সবই চলছে অল্প পরিসরে, লকডাউন চলছে বলে মানুষ আসছে না। আমাদের যথেষ্ট স্টাফ আছে এ সমস্যা মোকাবেলার জন্য৷”
গণমাধ্যমে ইউনাইটেড হাসপাতালের কোন কোন ইউনিট বন্ধ এরকম খবর প্রচার হলে তিনি খবরটি ভিত্তিহীন বলে দাবী করেন৷
এদিকে ইউনাইটেড হাসপাতালে কর্মরত ডাক্তাররা আউটডোরে একজন মুমূর্ষু রোগীর মাধ্যমে করোনা ছড়িয়েছে বলে দাবী করেন৷ রোগীটির করোনা নিশ্চিত হওয়ার আগে হৃদরোগসহ অন্যান্য সমস্যা নিয়ে সিসিউতে ভর্তি ছিলেন এবং পরে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়৷ পরবর্তীতে ওনার সেবায় যারা নিয়োজিত ছিলেন তাদেরই করোনা পজিটিভ আসে৷
নিজস্ব প্রতিবেদক/
শেখ লুৎফুর রহমান তুষার