এলজিনেটের সেটিং টাইম আর এনাটমির হাড্ডি-ভিসেরা যখন পড়তে পড়তে ফার্স্ট ইয়ার ক্লান্ত, পাবলিক হেলথের সংজ্ঞা আর ফার্মার ড্রাগগুলোর নাম মুখস্থ করতে করতে যখন নিজের নামটাই ভোলার দশা, আইটেম দিতে গিয়ে cyst এর সংজ্ঞার উত্তর ভুলে গিয়ে fistula এর সংজ্ঞা বলে যখন পেণ্ডিং খেয়ে অস্থির জীবন, R.C.T এর স্টেপ মুখস্থ করতে করতে কিংবা হার্ড প্লাস্টার মডেল বানাতে গিয়ে যখন মনে হতে থাকে কেন বি ডি এস এ আসলাম ? হায় আমাকে দিয়ে কি হবে !!! আবার সকালে কলেজে লেকচার আবার বিকালে চেম্বারে ভুরি ভুরি রোগীর ব্যথার কাই কুই আর মুখের দুর্গন্ধ সহ্য করতে করতে যখন একটু নিজের সময় বের করতে ইচ্ছে করে কিংবা অন্য কিছু করতে ইচ্ছা করে হয়ত সময়-সুযোগের কারণে হয়ে উঠছে না। তার উপর ডাক্তারি জীবন কঠিন জীবন । এই কঠিন জীবনে একটু আনন্দ ফিরিয়ে আনতে , একটু চিত্তবিনোদনের জন্য ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ আয়োজন করতে যাচ্ছে ভিন্নরকম কিছু। ভিন্নরকম মানে আসলেই ভিন্ন রকম কিছু । এই প্রথম বাংলাদেশের কোন ডেন্টালে কলেজ দ্বারা আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেট প্রিমিয়ার লীগ। আর নাম দেয়া হয়েছে University Dental College Cricket Premier League (UDCCPL) ।
আয়োজন করছে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ কতৃপক্ষ এবং কলেজের প্রাক্তন ছাত্ররা , যারা এখন কলেজেই শিক্ষকতা করছেন বিভিন্ন বিষয় নিয়ে। আয়োজককারীদের মধ্যে রয়েছেন , ডাঃ শামিম জুবায়ের বীথিন, ডাঃ আব্দুল কাদের এবং ডাঃ এনাম আহমেদ।
আর খেলায় অংশগ্রহণ করছেন ইউ ডি সি এর প্রাক্তন ছাত্রগণ আর বর্তমান ছাত্রগণ ।
মোট ৮ টি দল নিয়ে এই খেলা হবে। টিমগুলোর নাম হচ্ছে –
Doctor’s 11
14 Rockerz
17 Sniperz
19z Smashers
Thunder Furious
Scorpion 16
18 plus
20th Roars
এই টুর্নামেন্টে ৮ টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করবে । দুই গ্রুপের পয়েন্ট তালিকায় দুই শীর্ষ দল সরাসরি ফাইনালে খেলবে । লীগ পর্যায়ে প্রতিটি খেলে ২০ ওভারে অনুষ্ঠিত হবে ( এক এক দল ১০ অভার করে খেলবে ) । ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩০ ওভারে
২৩-২৬ শে মে ২০১৫, মধুবাগ মাঠে সকাল ১০ টা থেকে খেলা শুরু হবে । প্রতিদিন ৩ টি খেলা হবে ।আর বিভিন্ন দলের স্পন্সার হিসেবে আছে এনাম ওরো ডেন্টাল কেয়ার, ডেন্টাল মিরর , খান ডেন্টাল স্প্লাইয়ারস ইত্যাদি ।বিজয়ী দলের জন্য রয়েছে সারপ্রাইজ পুরষ্কার ।
ডেন্টিস্ট হলেও এক এক জন কিন্তু তুখোড় খেলোয়াড়ও ।আপনারাও আমন্ত্রিত। টিকিট কেটে খেলা দেখার কোন ঝক্কি ঝামেলা নেই । সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের মত হয়ত তুখোড় কোন খেলোয়াড় এর ফ্যান হয়ে যেতে পারেন । তাই চলে আসুন খেলা দেখতে আর বিভিন্নদলগুলোকে উৎসাহিত করতে।
UDCCPL এর সকল সদস্য আর খেলোয়াড় দের জন্য রইল “প্ল্যাটফর্মের” পক্ষ থেকে শুভকামনা