রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
বিআইআইডি (বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ডেভেলপমেন্ট) ফাউন্ডেশন ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের মধ্যে গত ২০ নভেম্বর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। এর পরিপ্রক্ষিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজে একটি নিউট্রিশন ক্লাবের যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষে গত ২০ নভেম্বর, ২০২৪ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী ও বিআইআইডি ফাউন্ডেশনের চীফ এক্সিকিউটিভ অফিসার মো. শহীদ উদ্দিন আকবর।
ইউএমসিআরসির গবেষণা প্রধান অধ্যাপক এসএম শামসুজ্জামানের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. উত্তম কুমার পাল ও ইউনিভার্সেল নার্সিং কলেজের অধ্যক্ষ মাহেনুর বেগম। এর সাথে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ। শীঘ্রই ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হবে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন