নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ,২০২০
মৃত্যুর মিছিল বাড়ছেই। ইতালিতে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসের কারণে দেশটিতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪০৩২ জন। যা চীনের মোট মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে এসেছে।
ইতালিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৭,০২১ জন যার মধ্যে ৫১২৯ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। করোনা ভাইরাস মোকাবেলায় ইতালি তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও মৃত্যুর মিছিল যেন থামছেই না, বরং দিন দিন আক্রান্ত ও মৃত্যুর হার দ্রুত বাড়ছে।
সামনের দিনগুলোতে ইতালিতে এ সংখ্যা আরো বাড়বে বলে বিশেষজ্ঞরা আশংকা করছেন।
মার্চ মাসের শুরুর দিকেও ইতালিতে আক্রান্তের সংখ্যা একেবারেই কম থাকলেও তিন সপ্তাহের ব্যবধানে এখন তা হুহু করে বাড়ছে। গত ২৪ ঘন্টায় ইতালিতে নতুন আক্রান্তের সংখ্যা ৫৯৮৬ জন।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা চীনের প্রায় অর্ধেক হলেও ইতিমধ্যেই ইতালিতে মৃতের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। সামনের দিনগুলো তাই ইতালির জন্যে অনেক বেশি লড়াইয়ের হবে।
ইতালির থেকে যদি বাংলাদেশ শিক্ষা গ্রহণ করতে চায়, তাহলে এখনই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে মোকাবেলায়। কেননা, অল্প কিছু করোনা রোগী পাওয়া গেছে বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকার যে সুযোগ নেই, তা ইতালির থেকে দেখছে পুরো বিশ্ব। এখনই সময় সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণ, সর্বোপরি, দেশের প্রতিটি মানুষের সচেতন হয়ে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট এই কোভিড-১৯ নামক প্রবল সংক্রামক ব্যাধি প্রতিরোধে একযোগে কাজ করার। নতুবা হয়তো বাংলাদেশেও মৃত্যুর মিছিল থামবেনা আর কয়েক সপ্তাহ পর ইতালির মত।