১৯শে মার্চ বৃহস্পতিবার ২০২০
ডা. ইশরাত শর্মী, এপিডেমিওলজিস্ট। ইতালি থেকে তার ফুপাতো ভাই দেশে ফিরেছেন ৯ দিন আগে।
বাসা ঢাকা শহরের এক অভিজাত এলাকায়।
ডা. ইশরাত শর্মীর পক্ষ থেকে পরিবারে কড়া উপদেশ ছিল, সেই ভাই ও তার পরিবার যেন ১৪ দিন বাসা থেকে বের না হন; অর্থাৎ, হোম কোয়ারেন্টাইনে থাকেন।
কিন্তু গতকাল ১৮ তারিখ অফিস শেষে বাসায় ফিরে খোঁজ নিয়ে জানতে পারলেন যে ইতালি ফেরত ভাই দিনের বেলা বাজারে গিয়েছিলেন। পারিবারিক অনুমতি নিয়ে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে প্রথমে বাধার সম্মুখীন হন। অতঃপর তিনি নিজেই প্রশাসনকে ফোন করে জানিয়ে দেন তার ভাইয়ের আইন অমান্য করার বিষয়টি।
এ বিষয়ে ডা. ইশরাত শর্মী বলেন, “আমার এই কাজের কারনে আত্মীয়তার সম্পর্কে হয়তো ভাঙন ধরলো, তবুও আমি আমার সিদ্ধান্তে অনড়”।
ব্যক্তিগত পর্যায় থেকে নিজে এরকম কাজ করার মত দৃঢ় মানসিকতা সমাজের সবার মাঝে থাকলেই এই মহামারি রোধ করা সম্ভব হবে।
নিজস্ব প্রতিবেদক