কেয়ার মেডিকেল কলেজ এর ছাত্রছাত্রীবৃন্দ তাদের ইন্টার্নশিপকে এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার, ২ সেপ্টেম্বর,২০১৯ এক ঘন্টা শান্তিপূর্ণ মানববন্ধন এবং র্যালী করেছে।
সর্বশেষ সরকারী খসড়া নোটিশ অনুসারে, একজন ইন্টার্নকে দুই বছর ইন্টার্নশিপ শেষ করতে হবে – এক বছর সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলিতে এবং এক বছর কোনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সিদ্ধান্তের প্রতিবাদে, কলেজের ছাত্রছাত্রীবৃন্দ দুপুর বারোটার দিকে কলেজের সামনে জড়ো হয়ে দুপুর ১ টা অবধি শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখে। সরকার সিদ্ধান্তটি প্রত্যাহার না করলে সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে এই হুশিয়ারী জানিয়েছে সকল শিক্ষার্থী।
You May Like
-
3 years ago
এনাম মেডিকেল কলেজে চিকিৎসক সপ্তাহ-২০২২ উৎযাপন
-
10 years ago
এইচএসসি পাস করা চিকিৎসক!
-
10 years ago
একুশের মূচ্র্ছনা – ঢাকা ডেন্টাল কলেজ