সরকারী নির্দেশনা অনুসারে চলতি বছরে ইন্টার্নীদের বেতন ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছে। বেতন বাড়ানোর দাবীতে আজ সোমবার টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে রয়েছে রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষানবীস চিকিৎসকেরা। প্রাইম মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা প্ল্যাটফর্ম প্রতিনিধিকে জানান, নতুন আইন অনুযায়ী ইন্টার্ন ডাক্তারদের ভাতা বেড়ে পনেরো হাজার গতমাস থেকে কার্যকর হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজগুলো তাদের ভাতা বৃদ্ধি করেছে। তবে প্রাইম মেডিকেল কলেজ,রংপুর কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। দৈনিক ষোলো ঘন্টা কাজ করিয়ে মাসে মাত্র দশ হাজার টাকা দিচ্ছেন যেখানে বাংলাদেশের বেশিরভাগ মেডিকেলে ১৫ হাজার করে দেয়া হচ্ছে। তাদের দাবী ন্যায্য হলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। তবে আন্দোলন চালু থাকলেও জরুরী বিভাগ চালু রয়েছে এবং রোগীদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। শেষখবর পাওয়া পর্যন্ত চিকি’সকদের দাবীর ব্যাপারে সন্তোষজনক মনোভাব না দেখানোয় কর্মবিরতি অব্যহত রয়েছে।
You May Like
-
10 years ago
শের-ই-বাংলা মেডিকেল ক্যাম্পাস নিউজ
-
6 years ago
সফলতার ৩৮ তম বছরে মেডিসিন ক্লাব
-
10 years ago
মেডিকেল ভর্তি পরীক্ষা-১৪ এর আসন বিন্যাস!