ইন্টার্ন ভাতা বৃদ্ধির দাবীতে বরিশালে স্মারকলিপি পেশ; বৃদ্ধি হবে বলে জানালেন অতিরিক্ত সচিব
আজ বুধবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব। পরিদর্শন শেষে তিনি
হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তারদের সাথে এক মতবিনিময়
সভায় মিলিত হন। এবং সেই সভার এক পর্যায়ে
হাসপাতালে কর্মরত সকল ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ
থেকে তাকে ইন্টার্ন ভাতা বৃদ্ধিতে দ্রুত কার্যকরী
পদক্ষেপ নেয়ার দাবী জানানো হয় এবং একটি
স্মারকলিপি পেশ করা হয়। ইন্টার্ন চিকিৎসকদের এই
বলে আশ্বস্ত করা হয় যে ইতোমধ্যেই তা প্রস্তাব আকারে
পেশ করা হয়েছে এবং যতদূর জানা যায় নতুন পে
স্কেলের সাথে ইন্টার্নদের ভাতা ১৫,০০০ টাকা করা
হবে। উপস্থিত ইন্টার্ন চিকিতসক বৃন্দ এসময় ভাতা ন্যুনতম
২০,০০০ টাকা করার দাবী জানায় এবং এ ব্যাপারে
তাকে দৃঢ় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানায়।
ডাঃ আসিফ উদ্দীন খান,
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের প্রতিনিধি
matro 15000!!!!!!!!!”
পরিশ্রমের তুলনায় 15000/- টাকাও কম হয়ে যায়। এটাই বাস্তবায়ন হতে কত দিন লাগবে তার ঠিক নাই।