ইন্টার্ন ভাতা বৃদ্ধির নায্য দাবি আদায়ের লক্ষ্যে এনাম মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকগণ, গত ৫ সেপ্টেম্বর সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণভাবে কর্মবিরতি কর্মসূচি পালন করছে
দীর্ঘ ২ মাস যাবত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ এনামুর রহমান এমপির কাছে কয়েক দফায় অনুরোধ করার পরও কোনো সাড়া না পাওয়ায় যৌক্তিক ও নায্য দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচিতে যাওয়া ছাড়া বিকল্প পথ ছিলনা। আর এই মুহূর্তে কর্মবিরতির কারণে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অচলাবস্থা বিরাজ করছে।
এমতাবস্থায় কতদিন পর্যন্ত তারা কর্মসূচি পালন করবেন জানতে চাওয়া হলে ইন্টার্নি চিকিৎসকরা বলেন, “যে মুহূর্তে লিখিত ঘোষণা দেওয়া হবে এবং আমাদের প্রাপ্য অধিকার দেওয়া হবে তখন থেকে আবার আমরা আমাদের কর্মে ফিরে যাব। তবে যে পর্যন্ত আমরা আমাদের অধিকার, আমাদের সম্মান পাব না ততক্ষন অব্দি আমরা কেউ একচুলও নড়ব না। এটা আমাদের প্রাপ্য অধিকার। এটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন। ”
আজ নিয়ে দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি চলছে।
তথ্য ও ছবি ঃ রাকিবুল আহসান ফয়সাল, এনাম মেডিকেল কলেজ