ভাসকুলার সার্জারি বিভাগে নিম্নপদে চিকিৎসক নেয়া হবে!
আগ্রহীরা আবেদন করতে পারেন। ভাইভায় মূলত প্রশ্ন উত্তর দিয়েই চুড়ান্ত যাচাই করা হয়না। সার্জারিতে তার ডেডিকেশন ও এই বিভাগের জন্য তিনি কতটা ইফেকটিভ সেটা বিবেচনা করা হয়। কর্ম পরিবেশ যথেষ্ঠ ভাল। একেবারে ফ্রেন্ডলি।তবে রোগী সেবায় আপোষহীন এ্যাটিচুড বজায় থাকে। টুকটাক শেখাও যায়..ওটিতেও কাজ করা যায়। ব্যস্ততা মোটামুটি ভালই থাকে। রোস্টার ডিউটি হওয়ায় ফাঁকেফাঁকে পড়ার অনেক সুযোগ থাকে। তবে ফাঁকিবাজির সুযোগ নেই। ওভারঅল জব স্যাটিসফেকশন খারাপ না!
১ ঘন্টাও দেরি হয় না,মাসের শেষ দিনেই একাউন্টে স্যালারী চলে যায়!
নিয়োগের পূর্বে হালকা পাতলা তদবিরে মাইন্ড করা হয়না। কিন্তু তদবির করে প্রভাব খাটাতে চাইলে,তাকে না নেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়।
সরাসরি ইব্রাহিম কার্ডিয়াকের ৪র্থ তলায় ইনফরমেশন সেন্টারে যোগাযোগ করুন।
————–
সাকলায়েন রাসেল
সহকারী অধ্যাপক, ভাসকুলার সার্জারি বিভাগ,ইব্রাহিম কার্ডিয়াক।