প্ল্যাটফর্ম নিউজ, ৯ এপ্রিল ২০২২, শনিবার
“আধুনিক সমন্বিত স্বাস্থ্য পরিকল্পনা, সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসকদের যথাযথ অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মস্থলই পারে জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে ‘চিকিৎসক সপ্তাহ-২০২২’।
এরই ধারাবাহিতায় গত ১লা, ২য়, ৩য়, ৬ই এবং ৭ই এপ্রিল,২০২২ প্ল্যাটফর্মের “ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল” ইউনিটের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষকমণ্ডলীকে চিকিৎসক সপ্তাহ-২০২২ এর শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে আয়োজিত হয় ক্যাম্পাসে পোস্টারিং, অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা।
চিকিৎসা পেশার মত মহান পেশায় নিয়েজিত হয়ে বাংলাদেশ বিনিমার্ণে চিকিৎসকদের ভূমিকা অকল্পনীয়। তাই চিকিৎসকদের মধ্যে ভ্রাতৃত্ববোধের প্রকাশ, অধিকার আদায়ের পটভৃমি তৈরি ও চিকিৎসকদের অর্জনকে জনসমক্ষকে তুলে ধরতে বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি এবং বাংলাদেশ মেডিকেল টির্চাস ওয়েলফেয়ার ট্রাস্ট বিগত দুই বছরের ধারাবাহিকতায় এ বছরও সারাদেশব্যপী ১-৭ এপ্রিল আয়োজন করেছে “চিকিৎসক সপ্তাহ-২০২২”।