রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
এবার ই-লগবুক চালু করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস) কর্তৃপক্ষ। রবিবার (০২ ফেব্রুয়ারি) বিসিপিএস এর সচিব অধ্যাপক আবুল বাশার মোঃ জামাল স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাশকৃত প্রশিক্ষণার্থীদের, ট্রেনিং মনিটরিং এর জন্য e-Logbook এর কার্যক্রম শুরু করেছে যা এফসিপিএস ডিগ্রীর আন্তর্জাতিক স্বীকৃতির একটি ধাপ পূরণ করবে। ২০২৫-এর জানুয়ারি সেশনে ১ম পর্ব পাশকৃত (মেডিসিন, সার্জারি, অবস্ এন্ড গাইনি এবং পেডিয়াট্রিক্স) প্রশিক্ষণার্থীদের eLogbook ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সকল বিষয়ে e-Logbook স্বল্পতম সময়ের মধ্যে চালু করা হবে। eLogbook এর কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী উভয়েরই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সেই লক্ষ্যে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ৩ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- www.bcps.edu.bd, ই-মেইল: [email protected], ফোন নং- ০১৭২১-৮৮১৯৬২ (অফিস চলাকালীন সময়)।’
এছাড়াও বিষয়টি অতীব জরুরী বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
প্ল্যাটফর্ম/