প্ল্যাটফর্ম নিউজ, ১২ মে, বুধবার, ২০২১
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রান্তে, ভালবাসা ছড়িয়ে পড়ুক সকলের দ্বারে। সেই লক্ষ্যেই সন্ধানী কেন্দ্রীয় পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।
সন্ধানী কেন্দ্রীয় পরিষদ কর্তৃক
১. রাজধানীর নীলক্ষেত, কাটাবন, বাংলামটর, ঢাকা ইউনিভার্সিটির সংলগ্ন এলাকায় মধ্যরাতে ঘুড়ে ঘুড়ে অসহায় বৃদ্ধা মহিলাদের ঈদ সামগ্রী প্রদান।
২. রাজধানীর মোহাম্মাদপুর এলাকার এক বস্তিতে কিছু প্রতিবন্ধী, বিধবা, অন্ধ, পংগু মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
৩. মিরপুর শেওড়া পাড়ায় এক মাদ্রাসায় জান্নাতের বাগানের ফুলের ন্যায় শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল।
৪. রাজধানীর পরিবাগে ছিন্নমূল পথশিশুদের ঈদবস্ত্র বিতরণ।
৫. উত্তরার রানাভোলায় আগুনে পুড়ে ছাই হওয়া প্রায় শতাধিক বস্তিবাসীদের বাচ্চাদের ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত প্রোগাম গুলোতে উপস্থিত ছিলেন সন্ধানীর উপদেষ্টাবৃন্দ, সমাজসেবক ব্যক্তিবর্গ, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ (২০২০-২১) সেশনের সভাপতি ডা. মোঃ লুৎফর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল কবীর জিসান সহ অন্যান্য সন্ধানীয়ান।
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাথে সকল ইউনিট এবং ক্র্যাক প্লাটুনও যথাসাধ্য কাজ করে যাচ্ছে করোনা মহামারীর মাঝেও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য।