ঈদের দিন ১১ টা ৩০ মিনিট…… মার্ক দ্যা ডে। কারণ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত সম্পূর্ণ মেডিকেল স্টুডেন্ট দ্বারা পরিচালিত এবং অভিনীত , মেডিকেল লাইফ নিয়ে নির্মিত নাটক ” বন্ধুবৃত্ত ” আসছে চ্যানেল আইয়ের পর্দায়।
ঈদের নামাজ পড়ে এসে এই গরমে এত দুপুর বেলা ঘুরাঘুরি করে চেহারা, নতুন কেনা পাঞ্জাবী ইত্যাদি নষ্ট না করে ১১ টা ৩০ মিনিটে টিভি খুলে বসুন। চ্যানেল আই টিউন করুন।
উপভোগ করুন আমাদের নাটক “বন্ধুবৃত্ত”। নাটকটি পরিচালনা করেছেন ঢাকা মেডিকেল কলেজের K 67 ব্যাচের রাগীব শাহরিয়ার ও নাসের সায়েম এবং অভিনয়ে ছিলেন একই ব্যাচের অনিক ইকবাল , সৌভিক রায় কৌশিক , রাফি মোহাম্মদ আদনান , সুইটি দাশ , ইফফাত আরা সহ আরও অনেকে। বাংলাদেশের ইতিহাসের প্রথম সম্পূর্ণ রুপে মেডিকেলে ডাক্তার স্টুডেন্ট দের দ্বারা পরিচালিত অভিনীত টেলিমুভি উপভোগ করতে আপনারা সবাই আমন্ত্রিত।
৩ টার মধ্যে নাটক দেখা শেষ করে বিকালের স্নিগ্ধ রোদে এইবার ঘুরতে বের হোন। সবাইকে আগাম ঈদ মোবারক।
(বি.দ্রঃ এর আগের পোস্টে বলা হয়েছিল নাটকটা হবে ১২ টা ৫ মিনিটে। কিন্তু চ্যানেল আই জানিয়েছে নাটকটা হবে ১১ টা ৩০ মিনিটে)
ইভেন্টের লিংকঃ https://www.facebook.com/events/1070647249615248/