প্ল্যাটফর্ম নিউজ, ১২ মে, বুধবার, ২০২১
ঈদ উল ফিতর ২০২১ উপলক্ষ্যে সরকারি হাসপাতাল সমূহে কেবল জরুরী বিভাগ ও অন্তঃবিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ ১২ই মে ২০২১ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দেশের সকল সরকারি হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, ঈদের দিন নির্দিষ্ট মেডিকেল টিম নিয়োজিতকরণ ও নির্ধারিত সরকারি ছুটির দিনে সরকারি হাসপাতালে জরুরী বিভাগ ও অন্তঃবিভাগ খোলা রাখা সাপেক্ষে উক্ত বিভাগের চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ আবশ্যক।
এদিকে, সম্প্রতি ড. বিলকিস বেগম স্বাক্ষরিত স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালকের দৃষ্টি আকর্ষণপূর্বক ঈদ উল ফিতর উপলক্ষ্যে সকল সরকারি হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখার অনুরোধ করা হয়েছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি হাসপাতাল সমূহের চিকিৎসকদের অনেকের মাঝেই দেখা গিয়েছিল বিরূপ প্রতিক্রিয়া।