মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের “ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশান” এর উদ্যোগে গত ২০ ডিসেম্বর ‘১৯ তারিখে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় ২৫০জন শীতার্তকে আমরা শীতবস্ত্র দিতে সক্ষম হয়েছি।
যদিও শীতার্তদের সংখ্যার তুলনায় আমাদের ত্রান ছিল খুবই সামান্য,তবুও আমাদের চেষ্টা ছিল সর্বোচ্চ।
বাংলাদেশে প্রতিবছর শীতেই দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষগুলো খুব কষ্ট করে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি,তাহলে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে।
মানুষের কষ্টে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এই শীতে রংপুর না গেলে হয়তো বুঝতামই না শীতের তীব্রতা কেমন হতে পারে।
আল্লাহ সকলকে হেফাজত করুক এই শীতে। শীতের কষ্টে মানুষ মারা যাচ্ছে এমন সংবাদ যেন আর শুনতে না হয় সেই সুদিনের অপেক্ষায়।
মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের সকলকে ধন্যবাদ এমন মানবিক কাজে পাশে থাকার জন্যে। ভবিষ্যতেও সবাইকে পাশে পাবো বলে আশা রাখছি।
Dr.kanchon এর ফেসবুক টাইমলাইন হতে সংগৃহীত।
স্টাফ রিপোর্টার/জামিল সিদ্দিকী