উড়ন্ত বিমানে হার্ট অ্যাটাকের রোগী বাঁচানোর শ্বাসরুদ্ধকর গল্প | Doctor, You’re Special!

You’re Special!!

“It’s not easy doing what we do but,……..
Thanks for being so awesome today”

সময় টা 27 সেপ্টেম্বর,2018

Air india তে গত বছর সেপ্টেম্বর এ একটা Acute LVF patient manage করেছিলাম।বিমান আকাশে উঠার পর পর ই হঠাৎ announcement। উঠে গেলাম দেখতে। মধ্য বয়সী মহিলা। Previous history of MI (হার্ট এটাক) ছিলো। প্রচন্ড শ্বাসকষ্ট। পুরো cabin এ হৈ হুল্লোড় অবস্থা। বিমানের emergency kit এ সব ই ছিলো। even IV canula, morphine..2.1 hour এর journey…land করার আগেই কিছুটা settle করতে পেরেছিলাম। তাতেই সবাই অনেক খুশি হয়ে গিয়েছিলো। Cabin crew দের নাম ধরে announcement, ধন্যবাদ জ্ঞাপন, যাত্রী দের হাত তালি। রোগী একদম এম্বুলেন্সে উঠার আগে হাত ধরে বলেছে, Thank you doctor,you saved my life.Thank you again.

এটাই তো অনেক বেশি। এর বেশি চিকিৎসক দের চাওয়ার বা পাওয়ার কিছু নাই।সাথে বিমান এর পক্ষ থেকে একটা কার্ড ও দিয়েছিলো।

এতো টা হতাশ হয়ে যাওয়ার কিছু নেই।ওই মানুষটার মন থেকে তুমি কখোনো হারিয়ে যাবে?তুমি কি মনে করো না কোনো এক দিনে, খুশির সন্ধ্যায় বা মনের কষ্টের সময় হলেও সে তোমাকে ভাববে না??
সে আমৃত্যু তোমাকে মনে রাখবে।

জীবন এর চেয়ে মূল্যবান কিছু আছে?

মুল লেখক Dr Md Reaz uddin
Fcps(Medicine),MCPS(medicine)
Consultant,Abdul malek ukil medical college

Web reporter
Mohammad Arafat
International Medical college,session 12/13

ওয়েব টিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

সপ্তম 'স্ফুরণ ফেস্টিভ্যাল 'এর পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল

Sat Apr 13 , 2019
সপ্তম ‘স্ফুরণ ফেস্টিভ্যাল ‘এর পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘স্ফুরণ’ প্রতিবছর এর মতন এই বছর ও নিয়ে আসছে স্ফুরণ ফেস্টিভ্যাল। এ বছর সপ্তম বারের মত স্ফুরণ আয়োজন করছে স্ফুরণ ফেস্টিভ্যাল। স্ফুরনের এই প্রানের উৎসবের স্পন্সরঃ সিমুড! আগামী ১৪.০৪.২০১৯ তারিখ থেকে ১৮.০৪.১৯ পর্যন্ত […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo