এবার ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ‘একুশে পদক’ যারা পাচ্ছেন বিশেষ করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, ভাষা ও সাহিত্য এবং শিল্পকলায় গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদান রাখায় ১৬ জন বিশিষ্ট ব্যাক্তি এই সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন। এই তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়।
এই মনোনীত চুড়ান্ত তালিকায়,গবেষণায় পদক পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।
এর আগে একুশে পুরস্কারের জন্য ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্নপদক আর নগদ ১ লাখ টাকা ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। তবে এবার টাকার পরিমানটা বাড়িয়ে ২ লাখ করার সুপারিশ করা হয়েছে।
প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ কে জানাই আন্তরিক অভিনন্দন।