প্ল্যাটফর্ম নিউজ, ২৮জুন, ২০২০, রবিবার
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
তবে সম্প্রতি কিছু গনমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, তিনি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন – যা সম্পূর্ন মিথ্যা বলে জানিয়ে দিয়েছেন এই জনপ্রিয় ক্রিকেট তারকা।
২৮ জুন, রবিবার, দুপুরে মাশরাফি বিন মুর্তজা তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে এই তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান,
‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’
প্রসঙ্গত গত ২০ জুন ম্যাশ তার ফেইসবুক পেইজে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি করোনা নিয়ে আতংকিত না হয়ে সবাইকে করোনা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক
গাজী আব্দুল্লাহ আল মামুন