মেডিকেল-ডেন্টাল কমিউনিটির বিতর্কপ্রেমীদের মিলন মেলা বসতে যাচ্ছে আগামী ২৭-২৮ অক্টোবর, খুলনা মেডিকেল কলেজে। টানটান উত্তেজনার আন্ত:মেডিকেল বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি কুইজ, পাব্লিক স্পিকিং সহ বেশ কিছু আকর্ষনীয় পর্ব রয়েছে। সারাদেশের মেডিকেল কলেজের বিতার্কিকদের অংশগ্রহনে প্রথমবার ২০১১ সালে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ -বিডি) এ উৎসব আয়োজন করেছিল ঢাকা মেডিকেল কলেজে এবং সেবার চ্যাম্পিয়ন হয়েছিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তারপর পরবর্তি বছরগুলোতেও উৎসবমুখর আয়োজনের ধারবাহিকতায় এবার ৬ষ্ঠ বারের মত বিতার্কিকদের প্রাণের আসর বসতে যাচ্ছে খুলনা মেডিকেল কলেজে। ডিবেটে কুইজে কারা হবে এবারের চ্যাম্পিয়ন?! সেটা জানার জন্যে অপেক্ষা করতে হবে ২৮ অক্টোবর পর্যন্ত।
যারা অংশ নিতে আগ্রহী তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
নিয়মাবলী-
> দেশের যেকোন মেডিকেল কলেজের ছাত্র- ছাত্রীরাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
> প্রতিটি মেডিকেল কলেজ থেকে ৩ জনের করে ২ টি টিম বিতর্কে নিতে পারবে।
> শুধুমাত্র আয়োজক মেডিকেল কলেজের ৩ টি টিম বিতর্কে অংশ নিতে পারবে।
> প্রতিটি মেডিকেল কলেজ থেকে ২ জনের ১ টি টিম কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
> প্রতিটি মেডিকেল কলেজ বাংলা ও ইংরেজী পাবলিক স্পীকিং প্রতিযোগিতায় একসাথে সর্বোচ্চ তিন জকে পাঠাতে পারবে।
> প্রতিটি বিতর্ক দলকে ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
> প্রতিটি কুইজ দলকে দলকে ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
> পাবলিক স্পীকিং প্রতিযোগিতার জন্যে ১০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
> সিরিয়াল নাম্বার ও বিপক্ষ দল লটারির মাধ্যমে নির্ধারিত হবে।
> প্রতিটি দলকে ২০ অক্টোবর , ২০১৭ এর মাঝে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী এবং বিতর্ক ও কুইজের বিষয় জানতে ভিজিট করুন ইভেন্ট পেইজে ।
http://ndf-bd.com/current-event-reg/