২৭শে ফেব্রুয়ারি,২০২০
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে এপ্রিল মাস পর্যন্ত জাপানের সকল প্রাথমিক,মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে৷ করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদভুক্ত মন্ত্রীদের নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি একথা বলেন৷
শিনজো আবে বলেন,”প্রত্যেক অঞ্চলে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ রোধে সরকার কাজ করছে৷ আর আগামী এক অথবা দুই সপ্তাহ খুবই সংকটময় সময় যাবে৷”
ইতোমধ্যেই জাপানে করোনা’য় (COVID-19) আক্রান্তের সংখ্যা প্রায় নয় শত ছাড়িয়েছে৷ এরূপ পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সরকার আপোসহীনভাবে কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী শিনজো আবে৷
জাপানটাইমস অবলম্বনে
নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার