প্ল্যাটফর্ম নিউজ, ১২ ডিসেম্বর, ২০২০, শনিবার
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংস্থা এফডিএ (ফুড এণ্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) কর্তৃক “জরুরী” ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে বায়োএনটেকের ফাইজার ভ্যাক্সিন।
এফডিএ কর্তৃক “জরুরী” ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া ফাইজার ভ্যাক্সিনটি কোভিড-১৯ এর বিরুদ্ধে ৯৫% সুরক্ষা দিতে কার্যকর বলে জানা গিয়েছে ট্রায়ালে। ড. পিটার মার্ক্স, এফডিএ এর “জীববিজ্ঞানভিত্তিক মূল্যায়ণ এবং গবেষণা” সম্পর্কিত সেন্টারের প্রধান জানান,
“ভ্যাক্সিনটি যুক্তরাজ্যে ট্রায়ালের সময় সামান্য পরিসরে কিছু এলার্জিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও বৃহৎ পরিসরের ট্রায়ালে সেগুলো বিবেচ্য নয়। তবুও এ বিষয়ে সচেতন হতে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
এছাড়াও ভ্যাক্সিন নেবার পর কারো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হবার পরামর্শ দেন তিনি।
ফাইজার ভ্যাক্সিনটি ইতোমধ্যেই যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন এবং সৌদি আরবে রেগুলেটরি অনুমোদন দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ভ্যাক্সিনটিকে এ পর্যন্ত আনতে অনস্বীকার্য ভূমিকা রেখেছেন বায়োএনটেকের প্রতিষ্ঠাতা মুসলিম টার্কিশ জার্মান চিকিৎসক দম্পতি ডা. সাহিন ও তাঁর সহধর্মিনী ডা. তুরেসি।
তথ্যসূত্রঃ বিবিসি