বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫
এবার এলএমএএফ ও ওষুধের দোকানীদের নিয়ে ‘চিকিৎসক সম্মেলন’ -এর আয়োজন করেছে বেক্সিমকো ফার্মা। আজ (০৯ এপ্রিল) মহনপুর বাজার এলাকায় এ আয়োজন করা হয়। জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে এ আয়োজন করা হবে।
এলএমএএফ ও ওষুধের দোকানীদের প্রদেয় আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, “প্রিয় সুধী, গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবায় আপনার অনবদ্য অবদানের জন্য বেক্সিমকো ফার্মা আপনাকে জানাচ্ছে অভিনন্দন। চিকিৎসা ব্যবস্থার নতুনতর দিকসমূহের আলোকে আপনার চিকিৎসা-অভিজ্ঞতার সমন্বয় সাধনে বেক্সিমকো ফার্মা “সাধারণ রোগব্যাধি ও তার ব্যবস্থাপনা” বিষয়ে মহা জুং বামার প্রাঙ্গণে আগামী ০৯/০৪/২০২৫ তারিখে ২.০০ টায় এক কর্মশালা ভিত্তিক চিকিৎসক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। উক্ত সম্মেলনে আপনার উপস্থিতির জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”

এ বিষয়ে আমন্ত্রণ পত্র প্রদান করা বেক্সিমকোর প্রতিনিধির কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
প্ল্যাটফর্ম/এমইউএএস