প্ল্যাটফর্ম নিউজ
শুক্রবার, ১লা মে, ২০২০
গতকাল বৃহস্পতিবার ৩০শে এপ্রিল করোনা ভাইরাস টেস্ট পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্থিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর সঙ্গে ভিডিও কলিং এর মাধ্যমে মিখাইল আরো জানান, সেল্ফ আইসোলেশনে যাচ্ছেন তিনি। এদিকে মহামারী শুরু হবার সময় থেকেই জরুরি বৈঠকসমূহে অনলাইনে ভিডিও কলের মাধ্যমেই অংশগ্রহণ করছেন পুতিন। অন্যদিকে করোনায় প্রধানমন্ত্রীর অসুস্থতার কারণে তাঁর দায়িত্ব সাময়িক ভাবে পালন করবেন রাশিয়ার প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এন্ড্রু বেলোশভ।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হলেও এখনো তাঁর সংক্রমনের তেমন কোনো লক্ষণ বা শারীরিক অসুস্থতা দেখা যায়নি বলে জানা গিয়েছে। ৫৪ বছর বয়সী মিশুস্তিন এ বছর জানুয়ারিতেই রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন।
তথ্যসূত্র: https://time.com/5830112/russian-prime-minister-coronavirus/
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী