রবিবার,২২শে মার্চ,২০২০ খ্রিস্টাব্দ
মাদারীপুরের শিবচরের পর এবার লকডাউন ঘোষণা করা হলো গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলা। আজ ২২শে মার্চ, ২০২০ ইং তারিখ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় (গাইবান্ধা, সাদুল্লাপুর) হতে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় –
“উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ০৯ নং বনগ্রাম
ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা জনৈক কাজল মন্ডল, পিতা- শচিন্দ্র নাথ মন্ডলের বােনের বিবাহােত্তর অনুষ্ঠানে
অংশগ্রহণকারী দুইজন আমেরিকা প্রবাসী আত্মীয় করােনা পজিটিভ হিসেবে সনাক্ত হয়েছেন এবং উক্ত অনুষ্ঠানে প্রায় চার-পাঁচশত লােক দাওয়াতপ্রাপ্ত হয়ে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে গত ২১ মার্চ ২০২০ তারিখে গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-
পলাশবাড়ী ৩১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিয়ে অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্ত অনির্দিষ্ট সংখ্যক লােক ভােট
প্রদান করেছেন মর্মে জানা যায়। এ অবস্থায় ভাইরাসটি দ্রুত সংক্রমণ ঘটতে পারে মর্মে আশু সম্ভাবনা রয়েছে। ফলে অত্র
উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলা করােনা প্রতিরােধ কমিটি সর্বসম্মতিক্রমে সাদুল্লাপুর
উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ”
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী