প্ল্যাটফর্ম নিউজ
শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
দিন দিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। করোনার ছোবলে আক্রান্ত সমগ্র বাংলাদেশ, আক্রান্ত হচ্ছেন একের পর এক স্বাস্থ্যকর্মী। করোনার প্রকোপ থেকে রেহাই পায়নি সুনামগঞ্জ জেলাও।
গত বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাব পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালের একজন চিকিৎসকও। ইমার্জেন্সি মেডিকেল অফিসার (EMO) হিসেবে তিনি হাসপাতালটিতে দায়িত্বরত আছেন। তিনিই জেলাটিতে করোনা শনাক্ত হওয়া প্রথম চিকিৎসক। গতকাল (২৪শে এপ্রিল) সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান যে শুক্রবার পর্যন্ত জেলাটিতে মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫৩১ জনের। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী আক্রান্ত চিকিৎসক সহ জেলাটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৫ জন। ১২ই এপ্রিল প্রথম সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। এর পরপরই সুনামগঞ্জ জেলা অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আক্রান্ত চিকিৎসক সপরিবারে বিশ্বম্ভরপুরে বসবাস করেন। সেখান থেকেই তিনি কর্মস্থলে আসেন। অ্যাজমার সমস্যা থাকায় তিনি নমুনা পরীক্ষা করিয়েছিলেন বলে জানা যায়। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন ইউনিটে এখন মোট ৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। বুধবারে শনাক্ত হওয়া ৪ জনের ২ জনকে সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্ত সদর হাসপাতালের চিকিৎসক মহোদয়ও সিলেটে চিকিৎসা গ্রহণ করবেন বলে জানা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে সর্বমোট ৫ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। অপর চার জনের একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক প্রয়াত ডা. মঈন উদ্দিন, একজন ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক এবং অপর দুইজন যথাক্রমে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান,
“সিলেট বিভাগের চার জেলায় এখন পর্যন্ত ৫৭ জন করোনার রোগী শনাক্ত হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার পর্যন্ত টেস্ট সম্পন্ন হয়েছে ১৪৬২ জনের। করোনা শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে ২৬ জন হবিগঞ্জের, ১৫ জন সুনামগঞ্জের, ১১ জন সিলেটের এবং ৫ জন মৌলভীবাজারের বাসিন্দা। মৃতের সংখ্যা ২ জন।”
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়