বৃহস্পতিবার, ২৪অক্টোবর, ২০২৪
এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী রেজিস্টার্ড চিকিৎসকদের নামের পাশে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে প্রদত্ত রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত রবিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনসাধারনের নিরাপদ স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) হতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ডাক্তারগণকে স্ব স্ব ভিজিটিং কার্ড, প্যাড, রিপোর্ট কার্ড, নেমপ্লেট, সাইনবোর্ডসহ সকল ধরনের (অনলাইন/অফলাইন) পেশাগত যোগাযোগের ক্ষেত্রে বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করা প্রয়োজন। এছাড়া রেজিস্ট্রেশনপ্রাপ্ত ডাক্তারগণ কর্তৃক তাদের রেজিস্ট্রেশন নবায়ন করা এবং সদস্য তোলা ছবি দিয়ে তাদের ডাটাবেজ আপডেট করা আবশ্যক।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী