গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নীতিমালা ২০১৯ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। ২৮ আগস্ট ২০১৯ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নোটিস দেয়া হয়েছে।
উক্ত খসড়ায় অনুযায়ী এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের ইন্টার্নশিপের মেয়াদ ধার্য করা হয়েছে ২ বছর। সেই সাথে ইন্টার্নশিপ ভাতা, আবাসন ও যাতায়াত বিষয়ে পয়েন্ট আছে।
আগামী ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে প্রণিত খসড়া নীতিমালার উপর মতামত প্রদানের জন্যে আহবান জানানো হয়েছে। পত্রযোগে কিংবা [email protected] এই ইমেইল এড্রেসে মতামত পাঠানো যাবে।
ছবিতে ইন্টার্নশিপ নীতিমালা ২০১৯ (খসড়া):
প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর
I the student of medical & dental college think that 2years internship should NOT be appiled. REASONS:
1.Internship is time for Learning not for service.
2. There is safety issues in districts & villages specially for woman.
3. Lack of Food,House other issues.
4. If there is lacking of doctors, govt should take bcs doctors to the villages not the inters.
5. We have told that we’ll be getting 1 year internship.not 2 years.