প্ল্যাটফর্ম নিউজ, ৪ এপ্রিল, ২০২১, রবিবার
আজ রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
১ লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থীর মধ্যে জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হয়েছেন। এতে মােট ৪৮,৯৭৫ জন উত্তীর্ণ হয়েছেন। যা মােট পরীক্ষার্থীর ৩৯.৮৬%। মোট ৪৩৫০ টি আসনের মধ্যে চলমান শিক্ষাবর্ষের ৩৯৩৭ জন ও পূর্ববর্তী শিক্ষাবর্ষের ৪১৩। এবার চান্সপ্রাপ্তদের মধ্যে মহিলাঃপুরুষ অনুপাত = ৫৬:৪৪ (মহিলা ২৩৪১ জন এবং ২০০৯ জন)।
জাতীয় মেধায় ১ম হয়েছে মিশোরী মুনমুন(ভর্তি রোলঃ ২৫০০২৩৮)। যিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁর মোট স্কোরঃ ২৮৭.২৫ এবং ভর্তি পরীক্ষার স্কোরঃ ৮৭.২৫।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, রাত ৯টার পর ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার বিস্তারিত ফল জানা যাবে।
নিজস্ব প্রতিবদক
রাকিবুল হাসান শাওন