প্ল্যাটফর্ম নিউজ, ১৩ই আগস্ট, ২০২০, বৃহস্পতিবার
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি ডায়াগনোস্টিক সেন্টারে এমবিবিএস পরিচয় দেওয়া একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা করা হয়। গত ১২ আগস্ট (বুধবার) দুপুরে ভ্রাম্যমান আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ‘ডাক্তার পরিচয় দেওয়া’ ব্যক্তির নাম এম নেসারুল ইসলাম, যিনি ডিপ্লোমা করা একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আক্কেলপুর পৌর শহরের কলেজ বাজার এলাকার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে শুক্রবার বাদে সপ্তাহে ছয়দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখতেন তিনি। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এম নেসারুল ইসলাম নিজেকে মেডিসিন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখতেন এবং ব্যবস্থাপত্র দিতেন। তিনি ডায়াবেটিস রোগেরও চিকিৎসা দিয়ে আসছিলেন।
নেসারুল ইসলামের কাছে চিকিৎসাপ্রাপ্ত রোগীদের রোগ নিরাময় না হওয়ায়, তিনি সত্যিকারের এমবিবিএস ডাক্তার কিনা এই নিয়ে রোগী ও স্বজনদের মাঝে সন্দেহ সৃষ্টি হয়। এ বিষয়ে অভিযোগ করা হলে, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান জানান,
“নেসারুল ইসলামের রিরুদ্ধে এমবিবিএস চিকিৎসকের ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগসহ বেশ কিছু অভিযোগ পাওয়া যায়। তিনি তার নামের আগে এমবিবিএসসহ অন্যান্য মিথ্যা চিকিৎসা উপাধি বসিয়ে রোগীদের প্রতারিত করছিলেন।”
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের মাধ্যমে জানা যায়, নেসারুল ইসলাম একজন ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। শাস্তিস্বরূপ তাকে ২০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের মধ্যে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক/ নুসরাত ইমরোজ হৃদিতা