০৬ এপ্রিল ২০২০: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেকহা) এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার এর সাক্ষর সম্বলিত একটি নোটিশে এ আদেশটি প্রদান করা হয়।
কোভিড-১৯ মহামারির কারণে সারাদেশে সাধারণ ছুটি ও গণ পরিবহন বন্ধ থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দেশিত সময়ে (গত ২৫শে মার্চ) ইন্টার্নশীপে যোগদান করতে পারেননি। বিষয়টিকে মানবিক ভাবে নিয়ে গণপরিবহন চালু হওয়ার পর দ্রুততম সময়ে এম-৫২ ব্যাচের সকল ইন্টার্নদের একসাথে যোগদান করার নির্দেশ প্রদান করা হয় নোটিশটিতে।
এর আগে, গত ২রা এপ্রিল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাছির উদ্দিন আহমেদের স্বাক্ষর সম্বলিত একটি নোটিশে ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দেশিত সময়ে ইন্টার্নশীপে যোগদান না করায়, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। দেশের ক্রান্তি লঘ্নে এমন একটি নোটিশে বিস্মিত হয়েছেন অনেকে, হয়েছে অনেক আলোচনা-সমালোচনা।
পরবর্তীতে এ বিষয়ে মমেমকহা পরিচালক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে এম-৫২ ব্যাচের ইন্টার্নদের কাছে সবীনয় ক্ষমা প্রার্থনা ও নোটিশটি কোন পরিস্থিতিতে এবং কেন প্রদান করা হয়েছিল তা ব্যখ্যা করেন।
এরপর, মমেকহা এর পরিচালকের পক্ষে, উপ-পরিচালক (বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক) স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে পূর্বের সমালোচিত নোটিশটি বাতিল ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ যোগদান বিষয়ক এ নতুন নোটিশটি প্রদান করেন মমেকহা কতৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক/
মোঃ নাফিউল ইসলাম টিপু