সম্প্রতি এশিয়া-প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজি (এপিএও) এর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক ডাঃ আভা হোসেন। ৬০ বছরের ইতিহাসে তিনিই এ সংগঠনের প্রথম নারী সভাপতি। গত ৪-৬ মার্চ ২০১৯ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৩৪তম এপিএও কংগ্রেসে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এপিএও-এর সদস্য হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, ভারতসহ অনেক উন্নত এবং প্রভাবশালী রাষ্ট্রের বিভিন্ন চক্ষু চিকিৎসক এবং চক্ষু সংগঠন। ১৯৬০ সাল থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চক্ষুসেবার মানোন্নয়ন এবং চক্ষু বিষয়ক গবেষণার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সংগঠন।
বাংলাদেশের চক্ষু চিকিৎসক সমাজের জন্য এ এক বিরল সন্মানের বিষয়। একই সাথে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নারী চিকিৎসকদের অর্জনের ইতিহাসেও এটি একটি মাইলফলক।
তথ্যসূত্র:
ডাঃ নুজহাত চৌধুরী
ময়মনসিংহ মেডিকেল কলেজ
প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর