প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার
সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে ‘ওমিক্রন বি.১.১.৫২৯’ নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা এবং ইসরায়েলে শনাক্ত হয়। এই নতুন শনাক্ত ভ্যারিয়েন্টের ছড়ানোর ব্যাপকতা বেশি হওয়ায় ইউনাইটেড কিংডম, আমেরিকা এবং ইউরোপে দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডেল্টা ভাইরাস থেকেও বেশি সংক্রমণ করার সম্ভাবনা থাকায় ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন একে ”অফ কনসার্ন” বলে উল্লেখ করেছে। করোনার এই ভ্যারিয়েন্টের জন্য ইউরোপীয় ইউনিয়ন ৬টি এবং আমেরিকা সাতটি দেশের ফ্লাইট বাতিল করেছে।
অর্থনৈতিক দিক থেকে শেয়ার বাজারেও এর প্রভাব ইতোমধ্যেই পড়া শুরু হয়েছে। এই ভ্যারিয়েন্টের মিউটেশন ক্ষমতা বেশি হওয়ায় এটাকে ধরে নেয়া হচ্ছে এটা ভ্যাকসিনের কিছু কিছু প্রতিরক্ষা ভেদ করে যাবে।
ভাইরাসটি দ্রুত ছড়াবে কি না! ভ্যাক্সিন কার্যকর হবে নাকি না, হলেও কতটুকু হবে? এখনো এর পরিপূর্ণ বাস্তব চিত্র এখনও পাওয়া যায় নি।
নিজস্ব প্রতিবেদন/ নাফিজ মাহমুদ