প্ল্যাটফর্ম নিউজ, ২২ মে, ২০২১, শনিবার
গতকাল ২১ মে, শুক্রবার ‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর্স ডে ২০২১’ উদযাপন উপলক্ষে আয়োজিত ওয়েবিনারের ৩য় দিনে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটির সভাপতি ডা. এ কে আজাদ খান।
এ সময় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, “বাংলাদেশের মানুষের রেফারেল বিষয় সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা নেই। এই বিষয়টি বাংলাদেশে চলছে অনেকটা গতানুগতিক ধারায়। প্রথমেই মানুষকে রেফারেল সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে। CCD কোর্সটি প্রথমে শুধু বারডেমের ডাক্তারদের জন্য ফ্রিতে চালু করা হয়। পরে অন্যান্যরা অনুরোধ করে কোর্সটি সবার জন্য চালু করার এবং তারা পেমেন্ট দিয়ে করতে আগ্রহী হয়। এখন এটি দেশের অন্যতম জনপ্রিয় কোর্সে পরিনত হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ডায়াবেটিস সমিতির একটা সুনাম আছে। জিপির কোর্স যদি আমাদের ব্যানারে চালু হয়, তাহলে দ্রুত তা ডাক্তারদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমার মনে হয়। আমরা গত কয়েক বছর যাবত চেষ্টা করছি এধরণের কোর্স চালু করতে। নানা জটিলতায় তা সম্ভব হয়নি। তোমরা যদি উদ্যোগ নাও, তাহলে আমরা সব ধরনের সহযোগীতা করবো।”
ওয়েবিনারটিতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং এর কো-চেয়ার-একাডেমিক ডা. আহমেদ শরীফ শুভ। এছাড়াও প্যানেলিস্ট হিসেবে ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটির প্রেসিডেন্ট ও জাতীয় প্রফেসর অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিএসএমএমইউ ফার্মাকলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু এবং যুক্তরাজ্যের জেনারেল প্র্যাকটিশনার ডা. মুশাররফ হোসেন।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু বলেন, “আমাদের দেশে চিকিৎসকদের ক্যারিয়ারের রাস্তা সুগম নয়। ‘ফ্যামিলি মেডিসিন’ এক্ষেত্রে বড় একটা পরিবর্তন আনতে সক্ষম। একজন সর্বোচ্চ ডিগ্রীধারী ডাক্তারকে তাঁর এলাকার কয়জন ঠিকমত চিনেন? তাঁর প্রতিবেশী কয়জন ঠিকমত জানেন! এই নির্লপ্তভাবে বেড়ে ওঠাকে সামগ্রিকভাবে সমাধান করতেই ‘ফ্যামিলি মেডিসিন’ এর বিকল্প নেই। আমাদের ‘Undergraduate course’ এ সম্পর্কে পড়াতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ডাক্তারদের নিয়ে কোনো সাহিত্য নেই বা অনুপ্রেরণামূলক পাঠ নেই। যা আসলেই হতাশা জনক। একটি জাতি তৈরী হচ্ছে ডাক্তারদের অনুপ্রেরণার গল্প না শুনেই! মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও এই বিষয়ে ধারনা থাকা জরুরি। এদেশে ‘ফ্যামিলি মেডিসিন’ নিয়ে কাজ শুরু হলেই ডাক্তাররা তাঁদের যথাযথ সম্মান ও কর্মক্ষেত্রের নিশ্চয়তা পাবেন বলে আমার বিশ্বাস।”
প্ল্যাটফর্ম বাংলাদেশের চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ যার মাধ্যমে পেশাগত উন্নয়নে বিভিন্ন শিক্ষামূলক, জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে জেনারেল প্র্যাক্টিস ধারণাটি নবীন চিকিৎসকদের মাঝে আরো সুসংহত করার উদ্দেশ্যে ‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর্স ডে ২০২১’ উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ওয়েবিনার সিরিজ আয়োজন করা হয়েছে। গতকাল ছিল এই ওয়েবিনার সিরিজের তৃতীয় সেশন। এই সিরিজ ওয়েবিনারে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ, শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক উদ্যোক্তা, সাউথ এশিয়ান অঞ্চলের The World Organization of Family Doctors (WONCA) এর প্রেসিডেন্ট এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সুনামের সাথে কাজ করে যাওয়া বাংলাদেশি ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ এবং জেনারেল প্র্যাক্টিশনাররা ‘কি নোট’ স্পিকার এবং প্যানেলিস্ট হিসেবে যুক্ত হয়েছেন।