প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১
‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর আয়োজনে চারদিন ব্যাপী এক বিশেষ ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ফ্যামিলি মেডিসিনের সুষ্ঠু চর্চা ও জেনারেল প্রাক্টিস এর বিকাশ অতীব প্রয়োজন। প্ল্যাটফর্ম গত ১ বছর ধরে এই ফ্যামিলি মেডিসিন নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং’ ফ্যামিলি মেডিসিনের তাৎপর্য ও প্রয়োজনীয়তা তুলে ধরতে আগামী ১৯-২২ মে অনলাইন ওয়েবিনারের আয়োজন করেছে যেখানে পৃথিবীখ্যাত বিভিন্ন চিকিৎসকেরা অংশগ্রহণ করবেন। আজ ২২ মে, ২০২১, শনিবার ৪ দিনের ওয়েবিনার সিরিজের শেষদিনের আয়োজন রয়েছে।
আজকের ওয়েবিনার এর বিষয়ঃ ‘FAMILY MEDICINE CERTIFICATE : HOW A YOUNG PHYSICIAN PREPARE HIMSELF FOR NATIONAL AND INTERNATIONAL ARENA AS A FAMILY DOCTOR’।
ওয়েবিনারটিতে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং এর একাডেমিক কোঅর্ডিনেটর ডা. এম ওসমান গনি (এমবিবিএস, এমআরসিজিপি (আইএনটি), এমআরসিপি (ইউকে)। এছাড়াও প্যানেলিস্ট হিসেবে থাকবেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি এর প্রেসিডেন্ট অধ্যাপক সৈয়দ আতিকুল হক, মেম্বার সেক্রেটারি, ফ্যাকাল্টি অফ ফ্যামিলি মেডিসিন, বিসিপিএস ডা. লে কর্নেল (অব) মো কবীর আহাম্মদ খান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেল্থ সাইন্স এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদুল আলম।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফ্যামিলি ফিজিশিয়ান ডা. সালেহ আহমেদের সঞ্চালনায় আজকের এই ওয়েবিনারটি শুরু হবে রাত ৯ টায়, যার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে Channel H1।