২৪ তারিখ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রামে এরশাদুল ইসলাম নামে এক ভুয়া দন্ত চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার দন্তঘর নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক এরশাদুল ইসলামকে আটক করে এ সাজার আদেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার রাতে চকরিয়া পৌর শহরের এশিয়ান ও সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালিয়ে দুজন ভুয়া চিকিৎসককে আটক করে এক বছর করে কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা অর্থ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসকেরা হলেন, এশিয়ান হাসপাতালের মোশারফ হোসেন ও সেন্ট্রাল হাসপাতালের মো. নুরুল হুদা ভুঁইয়া। এদিকে গতকাল অপচিকিৎসার দায়ে আরও দুজন কবিরাজকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।