১৬ এপ্রিল ২০২০
করজোড়ে বলছি
ডা. মালিহা পারভীন
না আমি ইতিহাস হ’তে চাই না,
শহিদ খেতাব আমি চাই না ।
চাই না প্রনোদনা, শোক গাঁথা,
ফেসবুকে ঝড়, সান্তনার কথা।
ফিরিয়ে দাও আমার এপ্রোন, নেমপ্লেটে জমা আঠারো বছর,
ফিরিয়ে দাও শবদেহ সাথে নির্ঘুম রাত, বইয়ের পাতায় ক্লান্ত ঘাম।
ফিরিয়ে দাও মা বাবার স্বপ্ন, সন্তানের স্পর্শ ,
প্রেয়সীর ক্লান্ত শ্বাস, রোগীর নাড়ি স্পন্দন।
অভিমান নয়, ক্ষোভ নয়, বঞ্চনা – আগুনভস্ম হয়ে বলছি —
উপেক্ষা, উপহাস, ঘৃনা নিয়ে কেউ যুদ্ধে যেও না,
মানবিক, মেধাবী তালিকায় লিখিও না নাম,
জীবন লক্ষ্যে মানব সেবাকে আর দিও না ঠাঁই ।
যদি পার প্রজাতন্ত্রের তেল ঢালা চতুর যন্ত্র হও,
দেশকে শাটডাউনের হুমকি দেয়া হুজুর হও,
লকডাউনে বসে তুমিও ছেলের সাথে পান্তা ইলিশ খাবে,
মাস গেলে বেতন পাবে, আঙুল কেটে এয়ার এম্বুলেন্স পাবে।
দীর্ঘ সিঁড়ি বেয়ে ক্লান্ত চেয়েছি আমি চায়ের কাপে অলস চুমুক,
চেয়েছি ছেলের সাথে ক্রিকেটের আনন্দ বিকেল,
প্রিয়ার পাশে পূর্ণিমা রাত–
আতর গন্ধ, কান্নাভরা শেষ বিদায়।
করজোরে বলছি আমি – করুনা চাই না,
জীবন চাই আমি , জীবন বীমা চাই না।
সন্তানের মাথায় সান্তনার হাত চাই না,
ব্রেকিং নিউজ আমি হতে চাই না।
(করোনা যোদ্ধা শহিদ ডা: মঈনকে শ্রদ্ধাঞ্জলি)