প্ল্যাটফর্ম নিউজ
বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ
সম্প্রতি করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসকরা ছাড়াও সাধারণ হাসপাতালসমূহে সেবাদানে কর্মরত চিকিৎসকরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন কোভিড-১৯ এ। এমন সময় কোভিড-১৯ এ আক্রান্ত সকল “বিপিএ”(বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন) এর সদস্য চিকিৎসকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন বিপিএ সভাপতি ডা. মনজুর হোসেন। কোভিড-১৯ এ আক্রান্ত সেসব চিকিৎসকদের যে কোনো সহযোগিতার জন্য তাঁর সাথে মেইলে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগের কথা জানান তিনি। এ সম্পর্কে তাঁর বিবৃতি নিচে তুলে ধরা হলো-
সম্মানিত বিপিএ সদস্য,
আসসালামু আলাইকুম,
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের কয়েকজন সদস্য Covid19 পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি আছেন।
বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত বিপিএ’ র সদস্যদের মধ্যে যারা Covid19 পজিটিভ তাদের নামের তালিকা আলাদাভাবে প্রস্তুত করার পরামর্শ এসেছে। যদি বিপিএ এর পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা করা সম্ভব হয় তাহলে সভাপতি হিসেবে যতদূর করা সম্ভব সেটা দেখার জন্য আমি দায়িত্ব নিব। কেউ যদি নাম প্রকাশে অনিচ্ছুক থাকে তবে তার নাম প্রকাশ করা হবেনা।
অতএব, যে সকল সদস্য Covid19 পজিটিভ হয়েছেন এবং হাসপাতালে ভর্তি আছেন, তারা যেন বিপিএ মেইলে অথবা আমাকে ফোনের মাধ্যমে তাদের অবস্থা সম্পর্কে অবহিত করেন।
ধন্যবাদ।
অধ্যাপক ডা. মনজুর হোসেন
সভাপতি, বিপিএ
মোবাইল: ০১৭১১৫৩৫১৪৮
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী