প্ল্যাটফর্ম নিউজ, ৪ঠা আগস্ট, ২০২০, মঙ্গলবার
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার শহীদ চিকিৎসকদের মিছিলে যুক্ত হলেন দেশের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম। গতকাল ৩রা আগস্ট, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের ছাত্র ছিলেন।
আগামীকাল ৪ঠা আগস্ট, মঙ্গলবার সকাল নয়টায় ডা. মো. নজরুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই দিন নোয়াখালী জেলায় নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে বলে জানা যায়।
প্রসঙ্গত, দীর্ঘদিন যাবত ক্যান্সার ও ক্যান্সার সৃষ্ট জটিলতায় ভুগতে থাকা ডা. তসলিম গত ২রা আগস্ট, রবিবার কোভিড উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউতে ভর্তি হন। তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।