প্ল্যাটফর্ম নিউজ, ৩০শে ডিসেম্বর, ২০২০, বুধবার
করোনায় আক্রান্ত হয়ে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) এর কনিষ্ঠতম অধ্যাপক, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির যুগ্ম পরিচালক, প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।)
জানা গিয়েছে, কোভিড-১৯ এবং কোভিড-১৯ পরবর্তী জটিলতা নিয়ে গত বেশ কিছুদিন যাবত রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ ৩০শে ডিসেম্বর, ২০২০ ইং তারিখ বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেটরের মাধ্যমে চিকিৎসা দেয়া হয় তাঁকে। এ অবস্থায় দুপুর ২:৫২ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন ঢাকা মেডিকেল কলেজের কে-৪৮ ব্যাচের ছাত্র ছিলেন। তাঁর মৃত্যুতে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশের প্লাস্টিক সার্জারীর চিকিৎসা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিনের মৃত্যুতে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।