প্ল্যাটফর্ম নিউজ, ২৯শে নভেম্বর, ২০২০, রবিবার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী হলেন দেশের আরো এক চিকিৎসক সনোলজিস্ট ডা. বুশরা সারওয়ার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি র’জিউন। আজ ২৯শে নভেম্বর ইং তারিখ রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, ডা. বুশরা ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর ৫ম ব্যাচ (সেশন ২০০৭-০৮) এর প্রাক্তন ছাত্রী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।