প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২০, সোমবার
ডা. সৈয়দ আমিরুল হক শামীম
আর এম ও
সদর হাসপাতাল, নরসিংদী
বিচূর্ণ ভালবাসা,
ঐ কারা জাগায় আশা?
মৃত্যুভীতি এ কোন সময়ের মাঝে!
বিশ্ব কাঁপে এলো কি অন্তিম সাঁঝে?
মায়া মোহ শেষ, বাঁচার লড়ায় শুধু,
মানব জীবন – এ কি মরীচিকা ধু-ধু?
অণুজীবে হানা এ মৃত্যু মানেনা বারণ-
পোহায়না রাত। হায়! অপেক্ষা নিদারুণ,
যাওয়ার বেলায় আপনজন কেউ নাই!
একাকী হায়, অাইসিইউ’তে দম যায়।
শুধু গুণে লাশ কান্না গিয়াছে ভুলে!
বেওয়ারিশ কত, গণকবরের তলে?
আসে না কেহ, কি এখানে মৃত্যু ভয়?
মৃত্যু উপত্যকা; এ বিশ্ব বিষাদময়!
ভালবাসা আজ কফিন হইয়া কাঁদে!
বিদীর্ণ বিচূর্ণ, আহা! নীরব আর্তনাদে।
ভয় আর কান্না মিলেমিশে একাকার,
ভয়ংকর আঁধার ঘিরেছে চারিধার।
ভয় জয় করে আসে কাছে ঐ,
চিকিৎসক, নার্স; এরাও যাচ্ছে মারা।
সুরক্ষা নিয়ে তবু এগোয় অকুতোভয়,
প্রভু তুমি দাওনা এই মানবতার জয়।