তারিখ : ১৬ এপ্রিল, ২০২০
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু। রোগী ছিলেন ষাটোর্ধ্ব।
এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাড়াল ১৫।
বুধবার রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মৃত বৃদ্ধা ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের এক চিকিৎসকের মা। সেই চিকিৎসক নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মৃত বৃদ্ধা কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। প্রতিনিয়ত তার ডায়ালাইসিস করা হতো। এরই সাথে করোনার উপসর্গগুলো দেখা গেলে তার পরীক্ষা করানো হয়ে থাকে এবং পরীক্ষার ফলাফল পজিটিভ হয়।
এমতাবস্থায় তিনি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন কিন্তু সেখানে ডায়ালাইসিসের সুবিধা না থাকায় গত বুধবার রাতে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, করোনা ভাইরাস পরিস্থিতিতে আইইডিসিআর দেশের সবথেকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে নারায়ণগঞ্জকে।
নিজস্ব প্রতিবেদক :
মাশতুরা জান্নাত মৃদুলা