বুধবার, ১ এপ্রিল, ২০২০
গত রবিবার, ২৯ মার্চ, ২০২০”মেডিকেল স্টুডেন্ট সেশন:২০১৮-১৯” নামক মেডিকেল স্টুডেন্টদের ফেসবুক গ্রুপের পক্ষ থেকে করোনায় বিপদগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
মেডিকেল স্টুডেন্ট সেশন:২০১৮-১৯ এর গ্রুপের একজন এডমিন বলেন,
“মেডিকেল স্টুডেন্ট সেশন: ২০১৮-১৯ আমার কাছে একটি পরিবার।
সকল এডমিন, মডারেটর ও মেম্বারদের সহযোগিতায় এমন একটি মহৎ কাজ করতে পারলাম আমরা। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
আমরাও আমাদের আশেপাশের মানুষদের খোজখবর নেওয়ার চেষ্টা করবো নিজ নিজ জায়গা থেকে। তাহলেই কাউকে অন্তত না খেয়ে থাকার মতো কষ্ট করতে হবে না।”
ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে চাল (৩ কেজি), ডাল (৫০০ গ্রাম), আলু (১ কেজি), পেয়াজ (২৫০ গ্রাম), তেল (৫০০ মিলি), সাবান (১ টি), ঔষধ (প্যারাসিটাল ১ পাতা ও স্যালাইন ১টি) দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন এডমিন বলেন,
“২২ জনকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি। প্যাকেট পাওয়ার পরে সত্যিই তাদের হাসিটা ছিল অমূল্য। ইনশাআল্লাহ করোনা নামক মহামারীর অবসান হবে খুব শীঘ্রই।”