প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, মঙ্গলবার
প্রাণঘাতী এই করোনা ভাইরাসে এবার মৃত্যুবরণ করেন বাংলাদেশ থেকে পাশ করা নেপালি চিকিৎসক অর্থোপেডিক সার্জন ডা. মুরাদ হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গত ২৩ মে, ২০২১, রবিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
তিনি কোভিড পজিটিভ হয়ে নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে রবিবার ভোরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অর্থোপেডিক সার্জন ডা. মুরাদ হোসেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্স শেষ করার পর বিএসএমএমইউতে অর্থোপেডিক সার্জারীতে রেসিডেন্সি এমএস কোর্সে ভর্তি হয়ে সফলতার সাথে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন। তার কিছুদিন পরেই তিনি নিজ দেশ নেপালে পাড়ি জমান। তাঁর ইচ্ছে ছিলো অসহায় সাধারণ রোগীর সেবার মাধ্যমে নিজের দেশে অর্থোপেডিক সার্জারিকে আরো উন্নতির শিখরে পৌঁছে দেওয়া।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।